Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* প্রখ্যাতব্যক্তিত্ব *

খানমরিচ ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে নিন্মলিখিত ব্যক্তিবর্গের অবদান উল্লেখ যোগ্য

ক্রমিক নং

 

নাম/ঠিকানা

 

বিবরণ

০১

মোঃ ইউনুছ আলী খন্দকার

অবকাঠামোর উন্নয়নে প্রশাষনিক দপ্তরে নিয়োজিত থেকে খানমরিচ ইউনিয়নের সার্বিক উন্নয়নের অবদানে প্রথম সফল চেয়ারম্যান

০২

 

মরহুম হাজী মধু সরদার,(প্রক্তন চেয়ারম্যান)

পিতা-মৃত-ঘেচু সরদার।

গ্রাম-পরমানন্দপুর

ভাঙ্গুড়া,পাবনা।

 

ভাঙ্গুড়া, উপজেলা সৃষ্টির পূর্বে খানমরিচ ইউনিয়ন চাটমোহর উপজেলাধীন থাকা কালীন সময় তিনি খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে খানমরিচ ইউনিয়ন চাটমোহর থেকে কেটে ভাঙ্গুড়া উপজেলা গঠিত হয়। তিনি ভাঙ্গুড়া জেলার রুপকার ও খানমরিচ ইউনিয়নের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জণ করেণ।

০৩

জনাব মোঃ আছাদুর রহমান (বীর মুক্তিযোদ্ধা)

ও সাবেক চেয়ারম্যান খানমরিচ ইউনিয়ন পরিষদ

পিতা-

গ্রাম-

ভাঙ্গুড়া,পাবনা।

অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন কজের সফলতার কারেনে তিনি ১৯৮৯ ইং সালে পাবনা জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক পদত্ত শ্রেষ্ট চেয়ারম্যান স্বর্ণপদক লাভ করেন।

 

০৪

মোঃ নুরুজ্জামান সবুজ(প্রধান শিক্ষক)

পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

মোবাইল নং-০১৭১১৯০৯০১১

ই-মেইলঃnuruzzamans71@gmail.com

 

মোঃ নুরুজ্জামান সবুজ একজন আদর্শ শিক্ষক,সাংবাদিক সংগঠক সম্পাদক,সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার।জীবন সদস্য রেডক্রিসেন্ট সোসাইটি, জীবন সদস্য বাংলাদেশ কবিতা সংসদ। প্রকাশিত কাব্যগ্রন্থ্য ০২টি,সম্পাদিত গ্রন্থ্য সংখ্যা-১৭টি। তিনি ২০০৪ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদ্ত্ত শ্রেষ্ট শিক্ষকের পদক লাভ করেন। ২০০৫ সালে উত্তর বঙ্গ সংস্কৃতি পরিষদ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হন । ২০০৬ সালে চলনবিল সাহিত্য কুঠির কর্তৃক কবি সম্মাননা পান সাপ্তাহিক চলবিলের আলো সংগঠক হিসেবে সম্মাননা পান ২০১১সালে। সাহিত্য সংস্কৃতি আড্ডা কেন্দ্র সিমাবাড়ি বগুড়া থেকে গীতিকার সম্মাননা পান ২০১৩ সালে। কাব্যপ্রকাশ শেরপুর বগুড়া থেকে গীতিকার সম্মাননা পান ২০১৩ সালে। দৈনিক কলম সৈনিক আলো ছড়ানো মানুষ পদক পান ২০১৩ সালে।

০৫

মেজর (অবঃ) আখতারুজ্জামান খান

পিতা-মৃত-মোসলেম উদ্দিন খান

গ্রাম-মাদারবাড়িয়া

ভাঙ্গুড়া,পাবনা।

 

খানমরিচ ইউনিয়ন থেকে সর্ব প্রথম তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড পদে নিয়োগ প্রাপ্ত হন। তিনি সুনামের সহিত চাকুরী শেষ করেন।